গৃহিণীর মজুরি চায় না, চায় একটু ভালো আচরণ

স্বপ্নীল বড়ুয়া | রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

আমাদের সমাজে বেশিরভাগ উচ্চশিক্ষিতা নারী গৃহিণী। গৃহিণী পেশা একটি স্বার্থহীন ও অলাভজনক পেশা। যে ছেলেমেয়েদের মানুষ করতে গিয়ে মায়েরা চাকরি ছেড়ে নিজেকে ঘরণীর কাজে নিযুক্ত করেন, সেই ছেলেমেয়েরাই মায়ের পেশা প্রকাশে লজ্জাবোধ করে। কেননা গৃহিণীদের কোনো মজুরি থাকে না, থাকে না বড় অঙ্কের টাকা, থাকে না সম্মান। আর তাই তাদেরই সাথে আমরা সব থেকে বেশি খারাপ আচরণ করে থাকি। যারা চাকরি নামক কর্মে নিয়োজিত তারা সপ্তাহে দুইদিন ছুটি পালন করে থাকেন, আর যারা গৃহিণী তাদের কোনো ছুটি থাকে না। সপ্তাহের সাত দিনই তাদের বাড়ির কাজে নিয়োজিত রাখা হয়। টমাস হুড বলেছেন, ‘গৃহী মহিলারাই প্রকৃতপক্ষে গৃহ রচনা করে।’ গৃহিণীরা ছুটি চায় না, চায় না টাকাপয়সা কিংবা মজুরি, তারা চায় শুধু সম্মান, একটু ভালো আচরণ। যারা দিনরাত এক করে আমাদের সেবায় নিয়োজিত, আমরা একটু মনোযোগ দিলেই তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের যৎসামান্য সম্মান প্রদর্শন করতে পারি না?

পূর্ববর্তী নিবন্ধনিজের ভুল স্বীকার করা উদারতার পরিচয়
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে