গৃহায়ণের তিন প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

মীরসরাইয়ে আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের মাটি ভরাটে দুর্নীতির মাধ্যমে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিন প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তারা হলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রামের সাবেক নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, চট্টগ্রাম উপবিভাগের সাবেক প্রকৌশলী মো. অলিউল ইসলাম, সাবেক উপসহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান এবং মের্সাস হক কনস্ট্রাকশন প্রপার্টি ম্যানেজমেন্ট এন্ড মের্সাস ইউটি মং’র (জেভি) পার্টনার ইনচার্জ মাঈনুল কবির।

গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর উপপরিচালক মো. আতিকুল আলম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রামের অধীনে মীরসরাই উপজেলার কিসমত জাফরাবাদে সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের মাটি ভরাট কাজে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সরকারি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৯৪ টাকা আত্মসাৎ করেছেন। যা দন্ডবিধি’র ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ () ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাপোলো ইমপেরিয়ালে দুই শতাধিক সফল বাইপাস সার্জারি
পরবর্তী নিবন্ধপাহাড়তলী কারখানায় মেরামত হচ্ছে ৯০টি কোচ