গৃহস্থালি পণ্যের চালানে পিস্তল: প্রাপককে আসামি করে মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৫ অপরাহ্ণ

বৈ‌দে‌শিক ডাক‌যো‌গে ইতালির রোম থেকে গৃহস্থালি পণ্যের ঘোষণায় আসা একটি চালানে পিস্তল ও কার্তুজ পাওয়ার ঘটনায় মামলা দা‌য়ের করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

আজ সোমবার(২১ ফেব্রুয়ারি) নগরীর বন্দর থানায় মামলাটি দায়ের করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এ‌তে চালা‌নের প্রাপক আগ্রাবাদ সিজিএস কলোনির এফ সেভেন এ/৮ ঠিকানার মজুমদার কামরুল হাসানকে আসামি করা হয়েছে।

জান‌তে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জাহেদুল কবির বলেন, “ইতা‌লি থে‌কে পিস্তল ও কার্তুজ আসার ঘটনায় কাস্টম‌সের একজন রাজস্ব কর্মকর্তা বাদী হয়ে এজাহার দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।”

উল্লেখ্য, গতকাল রোববার গৃহস্থালি পণ্যের ঘোষণায় আসা চালানে দু’টি ৮এমএম পিস্তল, দু’টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ জব্দ করে চট্টগ্রাম কাস্টমস।

পূর্ববর্তী নিবন্ধছয় বছর পালিয়েও শেষ রক্ষা হলো না
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ