গৃহশিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগ, আটক ১

খাগড়াছড়ির গুইমারা

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারায় গৃহশিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে বিটু বড়ুয়াকে (৩৮) আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করে গুইমারা থানা পুলিশ। এই ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, ‘গত বুধবার বিকেলে উপজেলার ১নং গুইমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লন্দুক্যাপাড়ায় বিটু বড়ুয়ার ছেলেকে পড়াতে যান গৃহশিক্ষিকা। এসময় সুযোগ পেয়ে ওই গৃহশিক্ষিকাকে যৌন হয়রানির চেষ্টা করে অভিযুক্ত বিটু বড়ুয়া। এই ঘটনায় থানায় অভিযোগ করার পর বিটু বড়ুয়াকে গ্রেফতার করা হয়।,

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক চৌধুরী বলেন, ‘ভুক্তভোগী নারীর মা থানায় আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা বিটু বড়ুয়াকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধক্ষতি পোষাতে আজ ও কাল খোলা থাকছে কাস্টম হাউস