চট্টগ্রামে বেড়াতে গিয়ে অগোচরে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ এবং পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে আবু সুফিয়ান জুয়েল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। গত সোমবার নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, ভিকটিম গৃহবধূ ও আসামি জুয়েল পরস্পর দুঃসম্পর্কের আত্মীয়। স্বামীর অনুপস্থিতিতে ওই বাসায় বেড়াতে যায় জুয়েল। একটা সময় তাকে বসিয়ে ওই গৃহবধূ গোসল করতে যান। তার অগোচরে গোসলের স্পর্শকাতর নগ্ন ভিডিও ধারণ করে জুয়েল। পরে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ তার বিভিন্ন আত্মীয়–স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে জুয়েল।
এছাড়া তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাপ এবং তার সাথে নগ্ন হয়ে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে। ভিকটিম বাধ্য হয়ে নগ্ন অবস্থায় তার সাথে ভিডিও কলে কথা বললে জুয়েল আবার সেই দৃশ্যগুলো স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে তার মোবাইলে ধারণ করে রাখে। এরপর এসব নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও তার আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার থেকে দফায় দফায় ২৫ হাজার টাকা আদায় করে। নিরুপায় হয়ে ওই তরুণী বাকলিয়া থানা পুলিশের দ্বারস্থ হয়ে একটি সাধারণ ডায়েরি করে এবং কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানান। পরে ঘটনাটি ছায়া তদন্ত করে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা জুয়েলকে গ্রেপ্তার করে।
এডিসি আসিফ আরও বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের ছায়া তদন্তে ওই যুবকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার কাছ থেকে ঘটনা সংশ্লিষ্ট আলামতও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।












