রাঙ্গুনিয়ায় প্রতিবেশী অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন সাজিয়া খাতুন (৫৫)। কিন্তু তাঁর আর যাওয়া হলো না। এর আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এই ঘটনায় আহত হয়েছেন ওই গৃহবধূসহ তিনজন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই সড়কের রাউজান পাহাড়তলী চৌমুহনী বাজারের কালাপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাজিয়া খাতুন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের নাপিত পুকুরিয়া এলাকার মৃত মো. সাহাবুল আলমের স্ত্রী। তার ২ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আহতরা হলেন অন্তঃসত্ত্বা নারী জিকু আক্তার (২২), জুলেখা আক্তার (৫০) ও মো. আজগর (৩০)। নিহত সাজিয়ে খাতুনের নাতী মোহাম্মদ শাহজাহান জানান, তাঁর নানী প্রতিবেশী এক অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যাচ্ছিলেন। তবে পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাহাড়তলী বাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ওভারটেক করার সময় চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাজিয়া খাতুনের মৃত্যু হয়। আহত অপর ৩ যাত্রীকে উদ্ধার করে পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা পিকআপটির চালক মো. আলমকে (৩০) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আলম টেকনাফ উপজেলার শামসুল আলমের ছেলে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, লাশটি উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে প্রেরণ করেছি। পিকআপ চালকসহ গাড়ি দুটি আমাদের হেফাজতে রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।