রাঙ্গুনিয়ায় মাহফুজা আকতার সোনিয়া (২০) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারিশ্চা বটতল এলাকায় এই ঘটনা ঘটে। একইদিন অভিযোগ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ নিয়ে আসেন পুলিশ। পরে ওই গৃহবধূর বাবা মো. হারুন বাদী হয়ে মাহফুজার স্বামী মো. আক্কাছ আলী, শাশুড়ি রহিমা বেগমসহ শ্বশুরবাড়ির ৪ সদস্যকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন। মাহফুজার পৈতৃক বাড়ি পদুয়া ইউনিয়নের দ্বারিকোপ মৌলভীরখীল এলাকায়। মাহফুজার বাবা বলেন, আমার মেয়ে মাহফুজার সাথে একই ইউনিয়নের জামাল মিয়ার ছেলে আক্কাছ আলীর সাথে ২০১৯ সালে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন জ্বালাতন করে আসছে। সোমবার (গতকাল) সকাল ৭টার দিকে আমার মেয়ে মাহফুজাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গলাটিপে মেরে ফেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগে তাঁর মৃত্যু হয়েছে জানিয়েছে চিকিৎসকরা।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, সকাল ১০ টার দিকে উপজেলা সদরের ইছাখালি হাসপাতালের সামনে থেকে মাহফুজা আকতারের স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দিয়ে দেয়া হয়।