ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে তার গৃহকর্মীকে মারধরের যে অভিযোগ উঠেছে তা ষড়যন্ত্র বলে দাবি করেছেন অভিনেত্রী। হাতে প্রমাণ থাকায় তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার কথাও জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
শুক্রবার রাত পৌনে দুইটার দিকে ফেসবুক লাইভে এসে একথা বলেছেন পরীমনি। ২১ মিনিট ৬ সেকেন্ডের দীর্ঘ ওই লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন পরীমনি।
বৃহস্পতিবার পিংকি আক্তার নামে এক তরুণী ভাটারা থানায় গিয়ে পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। থানার এসআই আরিফুর ইসলাম বলেন, বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি মারধর করেছে বলে অভিযোগ করেছেন পিংকি আক্তার। ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, পরীমনির বাসায় নির্যাতনের অভিযোগ করেছেন তার এক গৃহকর্মী।
অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে পরীমনিকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি কল কেটে দেন। পরে রাতে ফেসবুকে লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন পরীমনি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি। সে দাবি করতেই পারে (গৃহকর্মী হিসেবে), তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।
তিনি বলেন, গৃহকর্মীকে মারধর, এটার মধ্যে ষড়যন্ত্র রয়েছে, আমি অনেক কিছু নিয়েই মুখ বুজে ছিলাম। পিংকিকে নিয়ে অভিনেত্রী বলেন, একটা মেয়ে কেন এক মাসের মধ্যে এসে এত অভিযোগ করল, এক মাসও হয়নি।
আমি আইনের উপর অনেক আস্থাশীল, আমি জানি না মেয়েটা কেন এমন করল। আমার কাছে সব প্রমাণ আছে। আমি লাইভে এসে তা দিতে চাইনি। আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করব। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত।