গৃহকর্মীর প্রতি মানবিক হতে হবে

| বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

পারিবারিক জীবনে আমরা কম-বেশি সবাই গৃহকর্মীর ওপর নির্ভরশীল। দিন দিন বাড়ছে এই নির্ভরতা। আমাদের ছোট ছোট পরিবারের কর্তা এবং কর্ত্রী দু’জনই চাকরিজীবী। তাই তাদের বাসার বাইরে থাকতে হয়। ঘরের এবং শিশুদের দেখাশোনার পুরো কাজটি গৃহকর্মীদেরই করতে হয়। বর্তমান সমাজবাস্তবতায় গৃহকর্মীরা পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সহযোগিতায় আমাদের পরিবার সচল এবং ছন্দবদ্ধভাবে চলতে থাকে। কিন্তু তাদের পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক খুবই কম। অনেক আগে থেকেই গৃহকর্মীদের ওপর নির্যাতন হচ্ছে। অনেকে গৃহকর্মীদের মানুষ মনে করে না। তাদের প্রয়োজনীয় খাবার দেওয়া হয় না। থাকার জায়গা নেই। তাদের যেন কোনো অসুস্থতা থাকতে পারে না। কেউ ভুলের উর্ধ্বে নয়। গৃহকর্মী কিংবা মালিক সবারই কমবেশি ভুল হয়ে থাকে।
বর্তমান সময়ে গৃহকর্মীর কোনো ভুল হলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। যদি নিজের সন্তান ভয়ানক দুষ্টুমি করার পরও তাকে আমরা শতবার বোঝাতে পারি, তাহলে পরের সন্তানকে কেন আমরা বোঝাবো না? কেন আমরা মাথায় রাখি না, যে শিশুটির মাঠে দৌঁড়ে খেলার কথা সে শুধুমাত্র অর্থের কারণে গৃহকর্মীর কাজ করতে এসেছে। অর্থাভাবে পড়ে একটি পরিবার কঠোর হয়ে বুকে পাথর বেঁধে তার সন্তানকে পরের হাতে তুলে দিচ্ছে গৃহকর্মীর কাজ করতে। তাই আসুন গৃহকর্মীদের প্রতি মানবিক হই, উত্তম ব্যবহার করি। কোথাও সাথে করে নিয়ে গেলে পরিচয় করিয়ে দিতে কাজের মেয়ে, কাজের বুয়া না বলে বলুন-গৃহকর্মী বা গৃহ-সহকারী। ধর্মীয় উৎসবে, সামাজিক পার্বণে, পারিবারিক অনুষ্ঠানে নিজেরা কিছু কিনলে তাকেও সাধ্যমতো উপহার দিন। অসুস্থ হলে সুচিকিৎসার ব্যবস্থা করুন। তাকে প্রয়োজনীয় বিশ্রাম নিতে দিন। আপনি যা খান তাদেরকেও তা খেতে দিন। ঘুমানোর জন্যে পরিষ্কার মশারি, লেপ স্বাস্থ্যসম্মত ফ্লোর ম্যাট্রেস দিন। রাতে অন্তত ছয় ঘণ্টা ঘুমানোর সুযোগ দিন। অক্ষরজ্ঞান না থাকলে তাকে অক্ষরজ্ঞান দান করুন। গৃহকর্মী নয় তাদেরকেও নিজেদের সন্তান, বাবা-মার মতো আপন ভাবতে হবে।
ইমরান হোসাইন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধজন কিটস: রোমান্টিক যুগের অন্যতম কবি
পরবর্তী নিবন্ধঘৃণা নয়, ভালোবাসা দিয়ে করি জয়