গুলিয়াখালী সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:১২ অপরাহ্ণ

সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় একটি ইরাবতী ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডলফিনটি উদ্ধার করে বন বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রনি আলি।

তিনি বলেন, গুলিয়াখালী সমুদ্র সৈকতে একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিকেল ৫টার দিকে বন বিভাগকে খবর দেয়। সন্ধ্যার দিকে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ ফুট লম্বা ইরাবতী ডলফিনটির শরীরে পচন ধরেছে এবং চারপাশে গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, ভোররাতের জোয়ারের পানিতে ভেসে সৈকতে আসে ডলফিনটির মরদেহ। রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, স্থানীয়দের সহায়তায় ডলফিনটিকে সৈকতের পাশে মাটিচাপা দেয়া হয়েছে।

ইরাবতী ডলফিন (Orcaella brevirostris) হল মহাসাগরীয় ডলফিনের একটি ইউরিহ্যালাইন (অর্থাৎ বিভিন্ন লবণতা সহ্যকারী) প্রজাতি। দক্ষিণপূর্ব এশিয়া বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলের নিকটে, নদী মোহনাতে এবং নদীতে এদের বিচ্ছিন্নভাবে দেখা যায়। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধ৫ দফা দাবি বাস্তবায়নে শ্রমিক-জনতার ঐক্য অপরিহার্য : অধ্যাপক আহসান উল্লাহ