গুলিস্তানে দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে মার্কেটের আগুন

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

ঢাকার গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে আট তলা ভবনের ছাদে একটি গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। খবর বিডিনিউজের।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (অপারেসন্স ও মেইনটেনেন্স) মো. মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ভবনে ফায়ার হাইড্রেন্ট ছিল না, ফায়ার এঙটিংগুইশার হয়ত কিছু কিছু জায়গায় ছিল। যদি ফায়ার হাইড্রেন্ট থাকত, তাহলে হয়ত আগুনটা প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ করা যেত।

অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু আজ (গতকাল) শুক্রবার, মার্কেট বন্ধ ছিল। তাই এটি তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। তাৎক্ষণিত কিছু বলা সম্ভব হচ্ছে না। ছাদে আগুন লাগা গুদামের অংশটির অনুমোদন রয়েছে কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তদন্ত সাপেক্ষে ভবনের ডিজাইন দেখে এটা বলতে হবে, এখন হঠাৎ করে এটা বলা মুশকিল।

পূর্ববর্তী নিবন্ধনতুন পাঠ্যবই অনলাইনে মিলবে রোববার থেকে
পরবর্তী নিবন্ধশাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের