গুলির শব্দে আতংকিত নারীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রশিদারপাড়া সড়কের পাশে কায়কোবাদ মসজিদ। এই মসজিদের বিপরীতে ঝোপঝাড়পূর্ণ কবরস্থান। গত শনিবার বিকেলে এই মসজিদের সামনের কবরস্থানের ঝোপ থেকে হঠাৎ করে বের হয়ে একদল সন্ত্রাসী উপর্যুপরি গুলি ছুড়লে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কিছু গুলি গিয়ে পড়ে মসজিদের একশত গজ দূরত্বে থাকা বক্সি আলী চৌধুরী বাড়িতে। গুলির ঘটনার কিছু সময় আগে ওই বাড়ির বাসিন্দা রোকেয়া বেগম (৫৫) শহর থেকে আসেন। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা নাতির অবস্থা নিয়ে পরিবারের অন্যান্যদের সাথে আলাপ করছিলেন। এসময় হঠাৎ সবার কানে ভেসে আসে মুহুর্মুহু গুলির শব্দ। কিছু গুলি এসে পড়ছিল ঘরের বাইরের সীমানা বেষ্টনিতে। আতংকিত হয়ে পড়ে বাড়ির বাসিন্দারা। কিছুক্ষণ পর গুলিগোলার শব্দ বন্ধ হলে বাড়ির লোকজন বেরিয়ে দেখেন রাস্তায় পড়ে আছে রক্তাক্ত এক ব্যক্তির লাশ। পরে প্রকাশ পায় এলাকার আলমগীর প্রকাশ আলমকে সন্ত্রাসীরা গুলি করে মেরে রাস্তায় ফেলে গেছে। এসব ঘটনার মধ্যে হঠাৎ আতংকে অসুস্থ হয়ে পড়েন রোকেয়া বেগম। পরিবারের সদস্যরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করতে থাকেন। পরে রাতে তিনি মারা যান। এই নারীর স্বামী কবির আহমদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গুলিশব্দে তিনি আতংকিত হয়ে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তিনি মারা যায়। রাতেই তাকে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে ট্রফি উন্মোচন করলেন লিটন-শাই হোপ
পরবর্তী নিবন্ধআলম হত্যার মিশনে অংশ নিয়েছিল চিহ্নিত আট থেকে দশ সন্ত্রাসী