বিড়াল আমার খুব পছন্দের বিধায় গত সাত মাস আগে খালামনি থেকে বিড়ালটাকে নিয়ে এসেছিলাম। গত কিছুদিন আগে দুটি ছানা জন্ম দিয়েছে সে। আদর করে পরিবারের সবাই তাকে মুনু বলেই ডাকি। আমার প্রতিবেশী চাচার এয়ারগানের গুলির আঘাতে মুনু আহত হয় বলে জানান তাসফি ইসলাম পুষ্পা। তাসফি বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) পুষ্পার বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ করলে গতকাল বৃহষ্পতিবার দুপুরে ১টার দিকে এয়ারগানটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রতিবেশী আবদুর রশিদ তার পোষা বিড়ালকে লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে বাম চোখের নিচে গুলিবিদ্ধ হয় বিড়ালটি। এ নিয়ে প্রতিবাদ করলে আবদুর রশিদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিড়ালটির দুইটি দুগ্ধ পোষ্য বাচ্চা রয়েছে। গুলিবিদ্ধ বিড়ালকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। এছাড়া গত তিন মাস আগে অন্য এক প্রতিবেশীর মুরগিও গুলি করে মেরে ফেলেছেন তিনি। পরে অর্থের মাধ্যমে তা সমাধান করেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, এয়ারগানের গুলিতে আহত বিড়ালকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলির সীসা ক্ষতস্থান থেকে সার্জারির মাধ্যমে বের করা হয়েছে। বিড়ালটি এখন আশংকামুক্ত।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, এয়ারগানটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবদুর রশিদকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।