গুলশান ক্লাব অলিম্পিয়ার্ডের টেবিল টেনিসে চিটাগাং ক্লাব চ্যাম্পিয়ন

| বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

ঢাকার গুলশান ক্লাব আয়োজিত অলিম্পিয়ার্ড টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগাং ক্লাব। গত ৭ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত খেলায় ক্যাডেট কলেজ ক্লাবকে হারিয়ে চিটাগাং ক্লাব এই শিরোপা নিশ্চিত করে।

চিটাগাং ক্লাবের পক্ষে খেলেন সিসিএল জেনারেল কমিটির সদস্য জাবেদ হাসেম (নান্নু), সিসিএল টেনিস সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ), সিসিএল সদস্য শেখ হাসান জামান, ডা. শাহনেওয়াজ এবং হাসিব মুহাম্মদ শাকুর।

সিসিএল টেবিল টেনিস টিম ম্যানেজার হিসেবে ছিলেন এহসান এ খান। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সিসিএল টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা ও সিসিএল লন টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ মাহবুবুল কবির খান (শান্তুন্‌ু) সহ অন্যান্য সিসিএল সদস্যবৃন্দ। গুলশান ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে দেশের ১৫ টি ক্লাব অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামনের বিশ্বকাপেই চোখ রাখছেন শান্ত
পরবর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবল লিগের খেলোয়াড় বাছাই আজ শুরু