গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করলেন তারেক

তারেককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুমোদন ইসির

আজাদী ডেস্ক | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করে রাখা হয়েছিল আগে থেকেই। দেশের ফেরার দুদিন পর গতকাল রোববার সেখানে অফিস শুরু করলেন তারেক রহমান। এই কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসা এই প্রথম, কারণ একএগারোর পট পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়।

এদিকে তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজ ও বাসসের।

দুপুর ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। তিনি গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি থেকে অফিসে আসেন। তারেক রহমান কার্যালয়ে এসে পৌঁছানোর পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারাসহ বগুড়ার জেলার নেতারা উপস্থিত ছিলেন। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে দোতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন তারেক রহমান।

তারেক রহমানের চেম্বার থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে প্রথম অফিস করলেন। আমরা উনার সাথে নির্বাচনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। এটা আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। আমরা স্থায়ী কমিটির সদস্যরা ছিলাম, অন্যরাও ছিলেন। আমরা সাংগঠনিক, দেশের আগামী দিনের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলাপ হয়েছে।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা চেম্বার রয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় নামার পর থেকে ব্যস্ত সময় পার করছেন বিএনপির এই নেতা।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের জোটে এনসিপি ও এলডিপি : শফিকুর
পরবর্তী নিবন্ধমনোনয়ন ফরম জমাদানের শেষ দিন আজ