হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নিবাসী আমিন জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা (অব.) আলহাজ নূরুল হকের সহধর্মিণী গুলনাহার বেগম (৭২) গত শুক্রবার ইন্তেকাল করেছেন। (ইন্না–লিল্লাহ…. রাজেউন)। তিনি স্বামী, ৫ ছেলে ৩ কন্যা,নাতি, নাতনি, আত্মীয়, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ২ সন্তান বিসিএস ক্যাডারসহ প্রত্যেকে সরকারি গুরুত্বপূর্ণ পদে কর্মরত। গত শুক্রবার বাদ মাগরিব মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে কালাগাজীর দিঘীর পাড়স্থ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।