গুলতি দিয়ে পাখি শিকার

কক্সবাজারে ১১টি মৃত পাখিসহ তিন কিশোর আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১ জুন, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের হিমছড়িদরিয়ানগর থেকে ১১টি মৃত পাখি, তিন কেজি মার্বেল ও গুলতিসহ তিন পাখি শিকারিকে আটক করেছে বনবিভাগ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কলাতলী বনবিটের একদল কর্মী হিমছড়ি বনাঞ্চল সংলগ্ন মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে তাদের আটক করে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি রেঞ্জ কর্মকর্তা সমীরঞ্জন জানান, পাঁচজন পাখি শিকারি গুলতি দিয়ে হিমছড়ি বনাঞ্চলে পাখি শিকার করছে মর্মে স্থানীয় সূত্রে খবর পেয়ে বনকর্মীরা ধাওয়া করে তিন কিশোরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১১টি মৃত শালিক (ময়না) ও সুঁইচোরা পাখি, তিন কেজি মার্বেল, তিনটি গুলতি, রান্না করার ভোজ্য তেলসহ পাখি হত্যা করার ও ভক্ষণ করার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আটক কিশোরদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর টোল রোডে ড্রেন থেকে ট্রাক চালকের সহকারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রচারণায় ব্যস্ত লোহাগাড়ার ৮ প্রার্থী