কেন্দ্রীয় যুবলীগের দু’বারের মেম্বার এবং চট্টগ্রাম মহানগরে ১৪ বছর যুবলীগের রাজনীতি করেছেন শফিকুল ইসলাম ফারুক। বর্তমানে নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিনি।
সদ্য ঘোষিত কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে চট্টগ্রাম মহানগর থেকে কেউ পদ না পাওয়াটা দুঃখজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেলিম ভাই (শেখ ফজলুল করিম সেলিম) যখন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ছিলেন তখন আমি ওই কমিটির কেন্দ্রীয় মেম্বার ছিলাম। তখন চট্টগ্রাম থেকে অনেকেই কেন্দ্রীয় পদে ছিলেন। পরবর্তীতে জাহাঙ্গীর কবির নানান ভাই যখন চেয়ারম্যান হয়েছিলেন তখনও আমিসহ অনেকেই কেন্দ্রীয় কমিটির পদে ছিলাম। এটা দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে চলে আসছে। যারা যোগ্য তারা সব সময় কেন্দ্রীয় পদে ছিলেন। চট্টগ্রাম মহানগরের রাজনীতির গুরুত্ব বিবেচনা করে সব সময় বেশ কিছু পদ দেয়া হতো। এবার সেটা হয়নি। এটার জন্য কেন্দ্রের সাথে যোগাযোগও করতে হয়। আমাদের সময়ে আমাদের সিনিয়ররা বলতেন। তবে আমি মনে করি এখনো সময় আছে। যারা যোগ্য তাদেরকে মূল্যায়ন করা হবে। যারা পরীক্ষিত তারাই রাজনীতির হাল ধরে এটা মেনে নিতে হবে। কেন্দ্রীয় কমিটিতে মহানগর ছাড়া জেলা থেকে অনেকেই পদ পেয়েছেন। যারা পদে এসেছেন তারা নিশ্চয় যোগ্য।