গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ, এখনো কোনো গ্রেপ্তার নেই

কাস্টমস কর্মকর্তার ওপর হামলার নিন্দা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৪:২৮ পূর্বাহ্ণ

কাস্টমস কর্মকর্তার ওপর হামলার ঘটনায় গত রাত পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে ডবলমুরিং থানা পুলিশ বলেছে, আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। যেকোনো মুহূর্তে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

পুলিশ বলছে, বৃহস্পতিবার সকালে সংঘটিত আলোচিত উক্ত ঘটনার ব্যাপারে আসামি ধরতে সার্বক্ষণিক একটি টিম কাজ করছে। ইতোমধ্যে মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। সহসা আসামি গ্রেপ্তার করা হবে বলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ গত রাতে দৈনিক আজাদীকে জানিয়েছেন।

এদিকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান খাঁন এবং বদরুল আরেফিন ভুঁইয়ার গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী এক বিবৃতিতে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ১১ হাজার যাত্রীর কাছ থেকে ২৪ লাখ টাকা ভাড়া ও জরিমানা আদায়
পরবর্তী নিবন্ধসংসদ ও গণভোটের তফসিল চূড়ান্তে কমিশন বৈঠক আজ