সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার সহযোগী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) উদ্যোগে গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সনাক–টিআইবি পটিয়ার এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সনাক পটিয়ার সদস্য নিত্যময় চৌধুরী। উপস্থিত ছিলেন নিশু দাশ প্রমি, শিক্ষক সুমা তালুকদার, পম্পী ভট্টাচার্য, রুম্পা দে, দিদারুল আলম, খালেদা পারভিন আকতার, দোলন ভট্টাচার্য, মুন্নী ভট্টাচার্য, শামীম আকতার, নিলয় বড়ুয়া।সভায় কমিউনিটি অ্যাকশন সভা ও কমিউনিটি মনিটরিংয়ে প্রাপ্ত সমস্যা আলোচনা ও সমাধানের জন্য করনীয় নির্ধারণের জন্য উপস্থাপন করেন এসিজি সদস্য দোলন ভট্টাচার্য। আলোচনায় বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
অতিথি বক্তা নিত্যময় চৌধুরী বলেন, বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে আলোচ্য বিষয় ও গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার উদ্যোগ নিতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে প্রধান শিক্ষকের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক বলেন, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এসিজি সদস্যরা নিয়মিত তদারকির পাশাপাশি কমিউনিটিতে পরিবর্তনের একটা বড় ভূমিকা রেখেছে। তিনি সনাকের অব্যাহত সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।