গুম : হাসিনার বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ মাইকেল চাকমার

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। গতকাল সোমবার সকালে তিনি এ অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। অভিযোগে থাকা অপর আটজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ দায়েরের সময় তার সঙ্গে ছিলেন নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। খবর বিডিনিউজের।

এর আগে গত ১৮ ডিসেম্বর মাইকেল চাকমা ট্রাইব্যুনালে মৌখিকভাবে অভিযোগ করেছিলেন, হাসিনাসহ কয়েকজন তাকে পাঁচ বছর গুম করে রেখেছিল। সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। এরপর তার কোনো হদিস মেলেনি পাঁচ বছর।

ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর তার খোঁজ মেলে। মাইকেল চাকমাকে উদ্ধারের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করে মাইকেল চাকমার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কেটে ভরাট করা হচ্ছে পুকুর জমি জলাশয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের নতুন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু