গুম হওয়া বাবার হাত ধরে স্কুলে যাওয়ার আকুতি, কাঁদলেন তারেকও

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৬:৫১ পূর্বাহ্ণ

গুম হয়ে যাওয়া বাবার জন্য যখন তাদের সন্তানরা কান্নায় ভেঙে পড়ছিলেন, তখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও নিজের আবেগ সামাল দিতে পারেননি। গতকাল শনিবার সকালে রাজধানীর বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুমখুনের শিকার নেতাকর্মীদের পরিবারের সম্মিলন অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। ‘আমরা বিএনপি পরিবার’ এবং ‘মায়ের ডাক’ এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মতবিনিময়ের সময় এখনো নিখোঁজ অনেকের পরিবারের স্বজনরা তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি প্রকাশ করেন। হারানো সন্তানদের ফিরে পাওয়ার আশা ছাড়েননি মায়েরা। অনুষ্ঠানে সে কথা আবারও তুলে ধরেন তারা। তাদেরই একজনকে দেখা যায় বিএনপি চেয়ারপারসনকে জড়িয়ে ধরে আর্তনাদ করতেও। বংশাল থানা ছাত্রদলের নেতা পারভেজ হোসেন নিখোঁজ ২০১৩ সালের ২ ডিসেম্বর থেকে। সেই থেকে তার স্ত্রী ফারজানা আক্তার ও তাদের মেয়েসহ পরিবারের সদস্যরা এখনো তার অপেক্ষায়। খবর বিডিনিউজের।

অনুষ্ঠানে মাকে নিয়ে এসেছিলেন পারভেজের মেয়ে আদিবা ইসলাম হৃদি। বাবার হাত ধরে স্কুলে যাওয়ার স্বপ্ন পূরণের আকুতির কথা তুলে ধরেন তিনি। ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হন বংশাল ছাত্রদলের এই নেতা। তাকে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে আসছেন স্বজনরা। এ গুমের ঘটনার বিচার এবং পারভেজের সন্ধান দাবি করে আসছেন তারা।

এত বছর পেরিয়ে গেলেও বাবার সন্ধান পাননি তার কন্যা হৃদি। অনুষ্ঠানে কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, বছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবা আর আসে না। ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় পার হয়ে গেল, কিন্তু আমি বাবাকে ফিরে পাইনি। বাবাকে সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ার স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাবার হাত ধরে স্কুলে যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। আমি কি বাবাকে ফিরে পাব না? আর কত বছর অপেক্ষা করতে হবে আপনারাই বলুন?

এই কথা বলেই অঝোরে কাঁদতে লাগলেন হৃদি। এ সময়ে মঞ্চে বসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আবেগ ধরে রাখতে পারেনি। টেবিলে রাখা টিস্যু বঙ থেকে টিস্যু নিয়ে চশমা খুলে চোখ মুছতে দেখা যায় তাকে। পুরো অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।

পূর্ববর্তী নিবন্ধসম্পূর্ণ তালিকা
পরবর্তী নিবন্ধকৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি : তারেক