গুম-খুনের অবসান ঘটাতে ব্যালট বিপ্লবই একমাত্র কার্যকর পথ

বাঁশখালীতে কেন্দ্রীয় শিবির সভাপতি

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আধিপত্যবাদ, দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন ও গুমের রাজনীতির অবসান ঘটাতে জনগণের ব্যালট বিপ্লবই একমাত্র কার্যকর ও শান্তিপূর্ণ পথ। তিনি বলেন, আগামীর বিজয় ইসলামপন্থীদের হবে। দেশের মানুষ এখন আর বিভ্রান্ত নয়। অতীতে নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কিন্তু বাস্তবে ন্যায়বিচার, সুশাসন ও মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। আজ জনগণ সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করেযারা সাম্য, সমপ্রীতি ও মানবিক বাংলাদেশ গড়তে আন্তরিকভাবে কাজ করবে।গতকাল শনিবার বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়াস্থ সেভেন স্টার ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাঈদুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং ইসলামী ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বক্তব্য দেন, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম, সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বাঁশখালী সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. আবু নাছের, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. ইসমাইল ও সেক্রেটারি আরিফ উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর জীবনাদর্শ অনুসরণে পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জেটিবি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প