গুমের মামলায় হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইলেন হুমাম কাদের

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইলেন মামলার সাক্ষী হুমাম কাদের চৌধুরী।

গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ সাক্ষীর জবানবন্দিতে তাকে গুম, নির্যাতনের বিস্তারিত তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তি চান। এরপর ট্রাইব্যুনালে এই মামলায় তাকে আসামি পক্ষে জেরার জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেন। খবর বাসসের।

এই মামলায় গতকাল সোমবার প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আগে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটরের সাথে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও সেনা কর্মকর্তাসহ এই মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১৮ ডিসেম্বর বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১। এই মামলার আসামিদের মধ্যে গ্রেপ্তার যে তিন সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন তারা হলেন : প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

পূর্ববর্তী নিবন্ধচানখাঁরপুলে ৬ হত্যা : রায় আজ
পরবর্তী নিবন্ধসমাবেশে বক্তব্যের মধ্যেই কুষ্টিয়ায় জামায়াত নেতার মৃত্যু