ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দেবেন। তিনি আজ বুধবার ট্রাইব্যুনালে আসবেন বলে জানিয়েছেন কৌঁসুলি আব্দুল্লাহ আল নোমান। গতকাল মঙ্গলবার তিনি বলেন, আগামীকাল (আজ) ১৮ ডিসেম্বর সকাল ৯টায় গুমের ভিকটিম মাইকেল চাকমা গুমের অভিযোগ দায়েরের জন্য চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করবেন। মাইকেল চাকমার সঙ্গে ড. শহিদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদও থাকবেন বলে জানান নোমান।
সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাইকেল চাকমাকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত ‘আয়নাঘর’ এ আটকে রাখা হয়েছিল। ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর তার খোঁজ মেলে। খবর বিডিনিউজের।
গত ৭ অগাস্ট এক বিবৃতিতে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা দাবি করেন, ওইদিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
ইউপিডিএফের কেন্দ্রীয় সহসভাপতি নুতন কুমার চাকমা এক বিবৃতিতে বলেছিলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশে মাইকেল চাকমাকে তুলে নিয়ে দীর্ঘ পাঁচ বছরের অধিক বন্দি করে রাখে।