গুমানমর্দ্দনে যাত্রী ছাউনির উদ্বোধন করলেন ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেকনগর তেমুহনী এলাকায় যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই যাত্রী ছাউনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলার ৪ নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের অর্থায়নে জনস্বার্থে এই যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফোরকান প্রমুখ। উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলামের একান্ত ব্যক্তিগত সহকারী ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল আলম, ইউপি সচিব আবু তৈয়ব, ইউপির সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ ও ইউপি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো বয়সেই উচ্চ শিক্ষার জন্য নিজেকে নিয়োজিত করা যায়
পরবর্তী নিবন্ধবিশ্ব বাবা দিবসে টিআইসিতে চিটাগং ট্রাস্টের সভা