হযরত মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ বি.এ (র.) এর বার্ষিক ওরশ গত ২৩ ফেব্রুয়ারি গুমান মর্দন হারুণ ভাণ্ডার দরবারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- রওজা শরীফ গোসল, গিলাফ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ, জিকিরে ছেমা, আলোচনা সভা, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। ওরশ মাহফিলে ছদারত করেন সাজ্জাদানশীন মীর কামাল উদ্দিন বাবুল। আখেরী মোনাজাত করেন হাফেজ আলী আজগর। প্রধান অতিথি ছিলেন ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান। উপস্থিত ছিলেন মীর জসিম উদ্দিন, মাস্টার জাফর হোসেন, মো. আল আমিন রানা, আমিনুল ইসলাম ঝিনু, মোহাম্মদ মহসিনুল ইসলাম জামাল, মো. দিদারুল আলম, মো. মফিজুর রহমান, মীর শফিক উদ্দিন, রফিকুল আলম, তরুণ কুমার আচার্য, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহজাহান, রুবেল শীল, সমীর দাশ, ঝন্টু শীল, মানিক বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।