গুমাইবিল রক্ষা ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্বের ঘোষণা ডাঃ এটিএম রেজাউল করিমের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৫ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী গুমাইবিলকে রক্ষা করে তার হারানো সবুজ ও প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, গুমাইবিল শুধু একটি কৃষি জমি নয়, এটি রাঙ্গুনিয়ার পরিবেশ, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই বিল রক্ষায় কোনো ধরনের অবৈধ দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

যুবকদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বিশেষভাবে বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়নের মূল চালিকাশক্তি হলো যুব সমাজ। পরিকল্পিত প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, যুবসমাজকে রাজনীতির হাতিয়ার নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তুলতে চান তিনি।

এছাড়া তিনি রাঙ্গুনিয়ার শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নের কথাও তুলে ধরেন। পরে তিনি সরফভাটা ও বগাবিলিতে গনসংযোগ এবং লালানগরে সরস্বতী পূজায় শুভেচ্ছা বিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন এয়াকুব আলী