গুপ্ত সংগঠন নামে-বেনামে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে : ঢাবি ছাত্রদল সভাপতি

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

ছাত্রদলের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে নামেবেনামে গুপ্ত সংগঠন একের পর এক মব সংস্কৃতি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। গতকাল শনিবার রাত ৮টায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

এর আগে ছাত্রদলের নামে বিভিন্ন অপপ্রচারের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে উপাচার্যের বাসভবন চত্বর হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। খবর বাংলানিউজের। গণেশ বলেন, ১৯৭১ সালের এবং ২০২৪ সালের পরাজিত শক্তি ছাত্রদলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ২ জানুয়ারি সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ইতোমধ্যে প্রক্টর মহোদয় পরিষ্কার করেছেন, কোনোরকম হেনস্থার ঘটনা ঘটেনি। গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য হলে ছাত্রদল তাদের সহযোগিতা করবে বলে জানান তিনি। তিনি বলেন, তবে মাননীয় উপাচার্য, প্রক্টর, যদি দেখি মব তৈরির সাথে আপনাদের সরাসরি যুক্ত, তাহলে আমি আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছি। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্রদল একের পর এক ইতিবাচক কাজ করে শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছে। হলগুলোতে আপনারা সহিষ্ণুতার পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মণিকোঠায় অবস্থান করছেন। তবে তৃপ্তির ঢেকুর তুললে চলবে না। সেই ব্যাপারে সচেতন থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধওলীরা হচ্ছেন আল্লাহ প্রেরিত রাসুল (দ.) এর প্রতিনিধি
পরবর্তী নিবন্ধভাঙাচোরা সড়ক, সীমাহীন দুর্ভোগে অর্ধলক্ষ মানুষ