চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসন থেকে ধানের শীষের প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাছাই বাছাই করে আমাকে মনোনয়ন দিয়েছেন। আর একটি মহল সেই সিদ্ধান্তকে মানতে পারছে না। তারা একটি গুপ্ত সংগঠনের লোকজনকে দিয়ে মশাল মিছিল করিয়ে প্রার্থী পরিবর্তন করতে চায়। আর সেই গুপ্ত সংগঠন ওই বিশৃঙ্খলাকারীদের সাথে নিয়ে বিভাজনের চেষ্টা করছে।
গতকাল বুধবার ফটিকছড়ির নাজিরহাটে ধানের শীষের সমর্থনে আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফটিকছড়িবাসী ঐক্যবদ্ধ হয়েছে। ওই গুপ্ত সংগঠনকে এখানে জায়গা দেওয়া হবে না। তারেক রহমান আমাদেরকে ধানের শীষ উপহার দিয়েছেন। তৃণমূলকে উপহার দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে এই আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া।
সরওয়ার আলমগীর বলেন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সরওয়ার আলমগীরকে চেনেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকেও চেনেন। আপনাদেরকে চেনেন বিধায় আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠিয়েছেন। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, ফটিকছড়ির জন্য সর্বোচ্চ কাজ করবো। তিনি বলেন, জাতীয়তাবাদী দলে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের জায়গা নেই। আমাকে নমিনেশন দেওয়ায় চাঁদাবাজ সন্ত্রাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তাই তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিন্তু সেটা সম্ভব হবে না। নেতাকর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিবে।
নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব শাহনেওয়াজ সেবুলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিমুদ্দিন শাহীন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাসিরুদ্দিন চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনসুর আলম চৌধুরী বক্তব্য রাখেন।












