গুপ্তছড়া ঘাটে নিখোঁজের ৫০ ঘণ্টা পর মিলল যাত্রীর লাশ

সন্দ্বীপ প্রতিনিধি | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সার্ভিস বোট (যাত্রীবাহী ট্রলার) থেকে লালবোটে (লাইফ বোট) নামতে গিয়ে নিখোঁজ মাস্টার আবদুল মন্নানের (৬৪) লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার প্রায় ৫০ ঘণ্টা পর গুপ্তছড়া ঘাটের দক্ষিণে কাটাখালী খালের মুখ থেকে গতকাল রোববার দুপুর দুইটায় মন্নানের লাশ পাওয়া যায়। সন্দ্বীপ থানা পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও ঘাটের লোকজনের সহযোগিতায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয় বলে জানান থানার এসআই মো. জুয়েল। নিহতের স্বজন মোহাম্মদ জাবেদ লাশটি শনাক্ত করেন।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে গুপ্তছড়া ঘাটে পৌঁছায় একটি সার্ভিস বোট (যাত্রীবাহী ট্রলার)। বোট থেকে লাইফ বোটে নামতে গিয়ে মাস্টার আবদুল মন্নান নিখোঁজ হন।
মাস্টার মন্নানের বাড়ি সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। স্বামী নিখোঁজের ঘটনায় মন্নানের স্ত্রী শেফা বেগম শনিবার সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরি করেন।
সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসা ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছোটপোলে আগুনে পুড়ল ৬ বসতঘর
পরবর্তী নিবন্ধচবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ