বাঁশখালীর গুনাগরিতে গত ২০ সেপ্টেম্বর প্রশিকার উদ্যোগে ‘প্রশিকা উপকূল উন্নয়ন এলাকা’ উদ্বোধন করা হয়েছে। প্রশিকার বাঁশখালী উন্নয়ন এলাকার আঞ্চলিক ব্যবস্থাপক সজল চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রশিকার সিনিয়র পরিচালক কামরুল হাসান কামাল, পরিচালক ফারুকুল ইসলাম, বাঁশখালী থানা ফেডারেশনের সভাপতি বিধান ভট্টাচার্য।
উপ-পরিচালক রফিকুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক আনোয়ারুল ফারুক, শাহাদাত হোসেন, বিভাগীয় ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন, উজ্জ্বল বিশ্বাস, সহকারী পরিচালক অজয় মিত্র শম্ভু, মোহাম্মদ আবু তালেব, উপজেলা এনজিওর সমন্বয়ক তৌহিদুল ইসলাম, সাতকানিয়ার ব্যবস্থাপক আব্দুল হান্নান, চকরিয়ার ব্যবস্থাপক অশোক কুমার সুর, গুনাগরি শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, শিখা দাশ প্রমুখ।
প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, মানবিক প্রেক্ষাপটে মানুষকে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য।২য় অধিবেশন বিকেলে প্রশিকার প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলার ব্যবস্থাপকগণ ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।