গুদামে নকল ও ভেজাল পণ্য

একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকায় মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে নকল ও ভেজাল পণ্য পাওয়ার দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, সোনার চাবি নামের ব্র্যান্ডের সাধারণ চালকে চাষী চিনিগুঁড়া চালের অনুকরণ করা প্যাকেটে বনলতা সুগন্ধি চিনিগুঁড়া চাল নামে প্যাকেটজাত করা হচ্ছিল। এছাড়া খোলা একই চা পাতার বস্তা থেকে চা পাতা নিয়ে বনলতা ক্লোন টি, বনলতা গোল্ড টি, বনলতা প্রিমিয়াম টি নামে প্যাকেটজাত করছেন মেসার্স আলমগীর এন্টারপ্রাইজের মালিকপক্ষ। তাই ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকেমন দেশ চাই!
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিএনপি নেতা দল থেকে বহিষ্কার