সম্প্রতি টরেন্টোতে একটি প্রোগ্রামে গিয়েছিলাম। টরেন্টোতে আমি কোনো প্রোগামে চেষ্টা করি শাড়ি পরতে। বাসে করে যাতে ২০ মিনিট সময় লাগবে তাই বাসে গেলাম। বাসের সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছেন। কিছুক্ষণ পর তিনি ইংলিশে আমাকে জিজ্ঞেস করলেন আমি যেটা পরেছি সেটা শাড়ি কিনা? আমিও বললাম জ্বি এটা শাড়ি। উনি ভাবলেন, আমি কোনো আরব দেশের মেয়ে। কেন আমি শাড়ি পরলাম। তাকে আমি বললাম, আমি বাংলাদেশী আর এটা আমার জাতীয় পোশাক। শুনে ভদ্রলোক খুশিতে বাংলা বলা শুরু করলেন। জানলাম উনি কলকাতার। তখন আমি বললাম আমার নানা একসময় কলকাতা বেলেঘাটায় থাকতেন। আমার আম্মা ছোটকালে কলকাতাতে বড় হয়েছেন। কথা বলতে বলতে জানলাম আমাদের দেশের বিখ্যাত রবীন্দ সংগীত শিল্পী কলিম শরাফি ওনার আপন মামা। শুনে মনটা ভরে গেল। আমি নিজেও দীর্ঘ দিন ক্লাসিক্যাল গান করেছি। আমার মাও বেতারে কাজ করতেন। মা’র কাছেই কলিম শরাফীর নাম অনেক শুনেছি। ছোটকালে টিভিতে তাঁর গান শুনেছি। পৃথিবী কতো ছোট। এত বছর পর কানাডার টরেন্টো বসে আমি বিখ্যাত রবীন্দ শিল্পী কলিম শরাফীরকে স্মরণ করলাম। যুগে যুগে গুণী মানুষদের যেন আমরা এভাবেই স্মরণ করতে পারি।