সামাজিক উন্নয়নে বিভিন্নভাবে সমাজকে সেবা দিয়ে যাচ্ছেন গুণীজনরা। কেউ কেউ সম্মাননা পান আবার কেউ কেউ লোকচক্ষুর আড়ালেই থেকে যান। সৃজনশীলতা এবং মেধার বিকাশে তাঁরা উৎসাহ হারিয়ে ফেলেন। পথিকৃৎ সংসদের গুণীজন সম্মাননা প্রদান আয়োজনকে প্রশংসা করে বক্তারা এসব কথা বলেন। পথিকৃৎ সাহিত্য ও সাংকৃতিক সংসদের তিন দশক পূর্তি ও গুণীজন সম্মাননা গত ১১ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরনাহার মিলনায়তনে সাংবাদিক নিজাম হায়দার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডা. আলাউদ্দীন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন ও প্রধান বক্তা ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, শিশুসাহিত্যিক রাশেদ রউফ। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন ডা. সালেহ আহমেদ সুলেমান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অর্থনীতির বিভাগীয় প্রধান অধ্যাপক মো. নূরুল আলম (শাহজাহান), ডা. দুলাল কান্তি চৌধুরী, সোহেল আহাম্মদ প্রমুখ। সম্মাননাপ্রাপ্ত তিন গুণীজনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন কবি আলাউদ্দিন পারভেজ। মঞ্চনাটকে আহাম্মদ কবীর, শিশুসাহিত্যিক ওবায়দুল সমীর, সমাজসেবায় অ্যাডভোকেট মো. ইমাম উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।