গুণগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

রাউজানে অভিভাবক সমাবেশে বিচারপতি শওকত আলী

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের গুণগত পড়ালেখার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়ালেখার মানোন্নয়নের মাধ্যমে মানবিক মূল্যেবোধ সম্পন্ন নাগরিক তৈরী করতে হবে। তিনি গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় গহিরা মাইজপাড়া যুব সমাজ (মাযুস) ও মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতির (মাসস) ব্যবস্থাপনায় আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, মাযুস ও মাসসের প্রধান উপদেষ্টা মো. লিয়াকত আলী চৌধুরী, উপদেষ্টা ডা. মোহাম্মদ হাসান মিয়া, ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. মুসলিম মিয়া।

সাদেকা রহমান সামান্তা ও সাহেদুল হাসান সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাসস’র সাধারণ সম্পাদক কে এম গোলজার হোসেন, মাযুস সভাপতি দেলোয়ার হোসেন, ক্ষুদে শিক্ষার্থী আয়শা ছিদ্দিকা, মো. হাসেম, কামরুল হাসান কচি, এজাহার মিয়া, তসলিম উদ্দিন, দিদারুল ইসলাম, মাসুম বিল্লাহ, ইকবাল মাসুদ, হাবিবুর রহমান খন্দকার, মো. সোহাগ, মঈনুল ইসলাম রুবেল, কাজী জাকারিয়া, কাজী এমরান, আলী আকবর, জুলফিকার আলী। অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী চট্টগ্রামরাঙামাটি সড়কের পাশে একটি আম গাছের চারা রোপণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগমনিরাম ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধশাপলা ছাড়া আর কোনো মার্কা মানি না