গুণগত শিক্ষার মাধ্যমে দক্ষ ও বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করতে হবে

সাউদার্ন ইউনিভার্সিটির সেমিনারে বক্তারা

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:১৭ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে গুণগত শিক্ষার বিকল্প নেই। গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে যুগোপযোগী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে যে যত বেশি জানবে, চাকরির বাজারে সে এগিয়ে থাকবে। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে, আমাদের উচ্চ শিক্ষিতদের সংখ্যা অনেক দেশের জনসংখ্যার চেয়েও বেশি। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে দক্ষ ও বিশ্বমানের গ্রাজুয়েট তৈরি করতে হবে। গতকাল বৃহস্পতিবার সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ‘এমপ্লয়াবিলিটি স্কিল এবং ক্যারিয়ার গাইডেন্স’ শীর্ষক সেমিনারে কিনোট স্পিকারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক আমন্ত্রিত অতিথি ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় তিনি স্নাতকদের তাদের নির্বাচিত পেশায় কর্মসংস্থানে সাফল্য অর্জনের জন্য একটি কৌশলগত পরিকল্পনা গঠনের পরামর্শ দেন। সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মো. শওকতুল মেহের প্রধান বক্তাকে সমসাময়িক বিষয় বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং সাফল্যের জন্য শিক্ষার্থীদেরকে নিজেকে জানা, যাচাই করা এবং লক্ষ্য ঠিক করার পরামর্শ দেন। সেমিনারে উপউপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমন কল্যাণ বিদ্যাপীঠের সংগীত সন্ধ্যা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ