গুজব-অপপ্রচার রোধে চট্টগ্রামবোর্ডে কন্ট্রোল রুম চালু

এইচএসসি

আজাদী ডেস্ক | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

আগামী রোববার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ লক্ষ্যে বন্ধের দিনেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার ও বিভ্রান্তি রোধে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর আগের বন্ধের দিনও (শনিবার) বোর্ড খোলা রাখা হবে। যে কোনো ধরনের গুজব বা অপপ্রচার রোধে ও পরীক্ষার্থীদের সঠিক তথ্য জানাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের এসব (০২-৩৩৩৩৩৬৭৬৪, ০১৭১৮-৩৪৬৪৭৩, ০১৮১৯-৬৪৭৭০৫, ০১৮১৯-৬১৮৯৫১, ০১৮১৯-৬৪৩২৩৯, ০১৮১৯১৭৩৪৯৪, ০১৫৫৪-৩৩৫৯৮২) নম্বরে যোগাযোগ করে যে কেউ সঠিক তথ্য জানতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকের নতুন সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম স্টেশনে লাইন পাল্টাতে গিয়ে উল্টে গেল শাটলের বগি