গুচ্ছের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের ৪ কেন্দ্রে উপস্থিতি ৮৭%

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এর অধীন তিনটি উপকেন্দ্র: ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাহাড়তলী কলেজে ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, এবার সিভাসুসহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৭৭৮ জন। উপস্থিত ছিল ৫ হাজার ৪৩ জন। উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ২৮ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবলীগের ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁকখালী নদীতে ডুবে যুবকের মৃত্যু