খাগড়াছড়িতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. জালাল নামে এক ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে গুইমারার বাইল্যাছড়িতে এ অভিযান পরিচালনা করেন ইউএনও তুষার আহমেদ। ইউএনও জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য ১৫(১) এর ক উপধারায় ভাটার মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।