খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছনখোলাপাড়া ও বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল সেট ও নগদ টাকা সহইউপিডিএফ (মূল) দলের ৪ জনকে আটক করেছে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা। সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর এমরান হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গুইমারা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি এলজি, ৫টি চাঁদা আদায়ের রশিদ বই, ২টি মানি ব্যাগ, ৬টি মোবাইল সেট ও নগদ ৩৭৮৫টাকা সহ ৪ জনকে আটক করে গুইমারা থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন-মানিকছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী দুর্জয় চাকমা (৩২), সহকারী টোল আদায়কারী অংথই মারমা (২২), কংচাই মারমা (১৯) ও চাইলা মারমা (১৯)। আটককৃতরা সবাই মানিকছড়ি এলাকার বাসিন্দা। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।