গুঁড়িয়ে দেয়া হলো ৪টি ভবনের নকশা বহির্ভূত অংশ

চান্দগাঁও ও পাঁচলাইশে সিডিএর অভিযান মালিকদের কাছ থেকে ২৩ লাখ টাকা জরিমানা আদায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:৫৪ পূর্বাহ্ণ

প্রচলিত নিয়ম কানুন অনুসরণ না করে ভবন নির্মাণের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় গতকাল সোমবার নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ৪টি ভবনের অননুমোদিত এবং নকশা বহির্ভূত অংশ গুঁড়িয়ে দেয়া হয়েছে। অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহের মালিকদের কাছ থেকে আদায় করা হয়েছে ২৩ লাখ টাকা জরিমানা। ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে নকশা বহির্ভূত অংশ ভেঙে অপসারণ করবেন বলেও অঙ্গীকারনামা প্রদান করেছেন।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার১ কাজী কাদের নেওয়াজ। অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ বলেন, চট্টগ্রাম শহরে নির্মিতব্য ভবন সমূহে চউক অনুমোদিত নকশার ব্যতিক্রমী ব্যবহার না করার জন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। অনুমোদন ব্যতিত কোনো ভবন নির্মাণ করা হলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, একটি পরিকল্পিত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে সিডিএর সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ আবদুর রশিদ, উপসহকারী প্রকৌশলী ইমারত পরিদর্শক, মোহাম্মদ কামরুল হক চৌধুরী, উপসহকারী প্রকৌশলী ইমারত পরিদর্শক, মোহাম্মদ নওশের গণি, দেলোয়ার হোসেন, খোকন কুমার শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিপুল পরিমাণ অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ
পরবর্তী নিবন্ধআমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম