নগরীর কোথাও কোথাও গতকাল রাত সাড়ে ১০ টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মাঘ মাসে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় শীতের অনুভূতিও বাড়িয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, নগরীর কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এটি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি থেমে গেলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।