গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সভা

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের সভা নগরীর আন্দরকিল্লা মোড়স্থ কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা দিলীপ কুমার ভট্টাচার্য্য, বিজয় লক্ষ্মী দেবী, চন্দনময় নন্দী টিটু, লায়ন দিলীপ কুমার শীল, আইন উপদেষ্টা অ্যাড. প্রবীর কুমার ভট্টাচার্য্য, পৃষ্ঠপোষক তপন কান্তি ধর।
বক্তব্য রাখেন ঝুন্টু চৌধুরী, কবরী রক্ষিত, ডা. কথক দাশ, অ্যাড. শুভাশীষ শর্মা, এস প্রকাশ পাল, প্রকৌশলী সুমন সেন, পলাশ দত্ত, কালাচাঁদ ভট্টাচার্য্য সীমান্ত, সজীব দত্ত সৌরভ, সমর কান্তি দাশ, রাশু কান্তি বিশ্বাস প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাচীন চট্টগ্রামে আদিম মানুষের পদধূলি
পরবর্তী নিবন্ধদামপাড়ায় বিদেশি মদসহ গ্রেপ্তার ১