রাঙ্গুনিয়া উপজেলার ৩ নম্বর ইউনিয়নের শান্তিনিকেতন নিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধীর চন্দ্র দে’র স্ত্রী গীতা রানী দে (৭৪) গত ২১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। পরদিন সকাল সাড়ে ১১টায় স্থানীয় মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে রাঙ্গুনিয়া সনাতন নাগরিক সমিতি, রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রম, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, শান্তিনিকেতন উদয়ন কৃষ্ণ মন্দির, অনুকূল ঠাকুর কমপ্লেক্স শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।