গীতাপাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

| শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী মহাশ্মশান কালী মায়ের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সিনিয়র সহসভাপতি কাজল কান্তি দেবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সহসভাপতি আশুতোষ বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক অমলকৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, শৈবাল ভৌমিক, মিহির দে, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, কার্যকরি সদস্য সিদ্ধার্থ শংকর দাশ সিধু, কুমার বিশ্বাস, দীলিপ কুমার দাশ, প্রকৌশলী সুমন সেন, এস প্রকাশ পাল, প্রদীপ মহাজন, লায়ন সন্তোষ কুমার নন্দী, রতন দে, রাজীব বণিক রাজু, আশীষ আচার্য্য, প্রণব দাশ, বিপ্লব দে, কণা দেব বর্মন, নন্দিতা দাশ, রনজিত শীল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার এবং স্থানীয় শিল্পীবৃন্দ। আগের দিন পরিষদের আজীবন সদস্য সম্মাননা ও মাতৃ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আজ ও আগামীকাল (২৫ ও ২৬ জানুয়ারি) চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধষোলশহরে ৫৫ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার বাবা-ছেলে
পরবর্তী নিবন্ধ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে মতবিনিময় সভা