গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর শিক্ষাবৃত্তি ও বস্ত্র বিতরণ

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:১৭ পূর্বাহ্ণ

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ১৬ অক্টোবর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গীমাস সভাপতি সুচিত্রা ধরের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি শিল্পী আচার্য্যের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতাপাঠ করেন ঐশী দাশ কুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন গীমাস’র যুগ্ম সাধারণ সম্পাদক নিঝুম দাশ বৃষ্টি। উদ্বোধক ছিলেন সমাজসেবী সুমী ধর। প্রধান অতিথি ছিলেন লায়ন মিন্টু দাশ। প্রধান বক্তা ছিলেন শিক্ষিকা অর্চনা দাশ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কৃষ্ণা দাশ, সমাজসেবী বেবী ধর, অনিল কান্তি দত্ত রাজু, প্রকৌশলী শাপলা দেওয়ানজী, রবিন সরকার। কবিতা আবৃত্তি করেন অর্চিতা আচার্য ত্রয়ী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিয়াংকা বণিক ও চম্পা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউটন দত্ত, টিটু মল্লিক, মনিষা আচার্য্য, স্বস্তিকা দাশ প্রান্তি, হীরা দেবী, ঝিনু দেবী, ডালিয়া দে. জয়ন্তী কর, পূজা রক্ষিত তন্ময়ী, প্রণব চক্রবর্তী, জয়া দেবী, শর্মী দে প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও অস্বচ্ছলদের মাঝে শাড়ি বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝন্টুর সিনেমার নায়িকা দীঘি
পরবর্তী নিবন্ধ‘অকশন ইন অ্যাকশন’ নিলামের আয়োজন করছে বাংলাক্যাট