গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর উদ্যোগে গাছের চারা বিতরণ ও সংবর্ধনা সভা গতকাল শুক্রবার নগরীর আন্দরকিল্লা পুরাতন টিএন্ডটি রোডস্থ বাগীশিক কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গীমাস সভাপতি সুচিত্রা ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাভলী দে’র সঞ্চালনায় শুরুতে গীতাপাঠ করেন অর্চিতা আচার্য্য ত্রয়ী। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ প্রফেসর রূপেশ কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মুজাফরাবাদ যশোদা–নগেন্দ্র নন্দী মহিলা কলেজের অধ্যাপক কৃষ্ণা দাশ। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় পৃষ্ঠপোষক তপন কান্তি ধর, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজার প্রকৌশলী শাপলা দেওয়ানজী, শিক্ষক অর্চনা দাশ। স্বাগত বক্তব্য দেন, গীমাস প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী আচার্য্য। সমাজসেবায় অবদানের জন্য সুমন কুমার বণিক ও সঙ্গীত শিল্পী হিসেবে বৃষ্টি দে’কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ঔষধি ও ফলদ সহ বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বীনা দেবী, সুমি ধর, প্রিয়াংকা বণিক, রিমু দেবী, নিঝুম দাশ বৃষ্টি, চম্পা চৌধুরী, শর্মি দে, স্বস্তিকা দে, অ্যানি দেব, দৃষ্টি মজুমদার, নিউটন দত্ত, টিটু দাশ, টিটু মল্লিক, অনিক চৌধুরী, পীযুষ নাথ, ডালিয়া দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।