গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) সভা সম্প্রতি আন্দরকিল্লায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রভাষক পপি সাহা। সাধারণ সম্পাদক লাভলী দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী কলেজ রসায়ন বিদ্যা বিভাগের প্রভাষক উজ্জ্বল চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন নারী সংগঠক সোমা নন্দী ও সমাজসেবক রবিশংকর দে।
বক্তব্য রাখেন গীমাস কর্মকর্তা প্রিয়াংকা বণিক, লিপি সরকার, শর্মিলী দাশ, প্রীতিকণা দেবী, শর্মি দে, নিপা মজুমদার, পারমিতা নন্দী প্রিয়ম, বৃন্তা চৌধুরী, অর্পা দে, প্রিয়াংকা পাল, রীতা চৌধুরী, বৃষ্টি বণিক ও সুমি দে। প্রেস বিজ্ঞপ্তি।











