গীতধ্বনির রবীন্দ্র সংগীতসন্ধ্যা

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৮ পূর্বাহ্ণ

গীতধ্বনির প্রতিষ্ঠাতা কিরীটী রঞ্জন বড়ুয়া স্মরণে গত ২৫ ডিসেম্বর রবীন্দ্র সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংগীতসন্ধ্যায় আমন্ত্রিত অতিথি ছিলেন অধ্যাপক মহাদেব ঘোষ, রবীন্দ্র সংগীতশিল্পী রবিরশ্মি। আমন্ত্রিত অতিথি সংগীত সংগঠন ছিল রবিরশ্মি।

আবৃত্তি পরিবেশন করেন প্রবীর পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. চিন্ময় বড়ুয়া। সংগীত পরিচালনায় ছিলেন চিত্রা বড়ুয়া ও বনানী চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন মো. মহিউদ্দিন, দেবাশীষ চক্রবর্তী, ডা. শর্মীলা বড়ুয়া, বিভাস রুদ্র, সুমী দাশগুপ্তা, ডা. তন্ময় বড়ুয়া ও হনুফা আক্তার।

সংগীত পরিবেশনা করে গীতধ্বনির ছাত্রছাত্রীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর দৃশ্যের শুটিংয়ের পর নন্দিনীর ‘আত্মহত্যা’
পরবর্তী নিবন্ধইয়েমেন থেকে অবশিষ্ট বাহিনী সরিয়ে নিচ্ছে আমিরাত